গরমে ক্রিকেট খেলা নিয়ে যা বললেন তামিম


editor প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৫, ৩:৪০ অপরাহ্ণ /
গরমে ক্রিকেট খেলা নিয়ে যা বললেন তামিম

অনলাইন ডেস্ক : ঈদের বিরতি কাটিয়ে আজ রোববার থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা। যেখানে প্রথম দিনে লড়ছে ছয়টি দল। আগামীকাল মাঠে নামবে লিজেন্ডস অব রূপগঞ্জ। তার আগে আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে দলটি।

অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলটির প্রতিনিধি তানজিদ হাসান তামিম। জানিয়েছেন গরমে খেলা নিয়ে নিজেদের মেইনটেন করার কথা, ‘ঈদের আগে এতটা গরম ছিল না। কালকে আমাদের প্রথম ম্যাচ। এর আগে দুইদিন আমাদের অনুশীলন সেশন ছিল। বেশ ভালোই গরম, আমাদের সবাইকে মেইনটেইন করতে হবে। যেভাবে রিকভারি করা যায় যতটা বেশি পানি খাওয়া যায়। নিজের শরীরকে যতটা রিকভারি রাখবো ততটা ম্যাচে ভালো হবে।’

কাগজে কলমে বড় দল হলেও আসরে ভালো করতে পারেনি রূপগঞ্জ। তামিম বলছিলেন, ‘আসলে আমরা এখনো পর্যন্ত চারটা ম্যাচ জিতছি। আরো ভালো করার সুযোগ ছিল, সেটা আমরা করতে পারি নাই। দুই তিনটা ম্যাচ অনেক বাজে খেলেছি। আমরা একটা দল হিসেবে, আমাদের দলটা অনেক ব্যালেন্স দল। এখনো খেলতে পারিনি ঈদের পরে সবাই এখন ফ্রেশ আছে। আশা করি কাল ভালো একটা শুরু করতে পারব আমরা।’

আপাতত ম্যাচ বাই ম্যাচের চিন্তা করছেন তামিম, ‘আসলে আমরা এখনো চিন্তা করতেছি না। প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ আমাদের, প্রত্যেককে ম্যাচে সেরাটা বের করতে হবে। কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ তো আশা করছি আমরা ভালো একটা মোমেন্টাম যদি পাই কালকে, এটা ভালো হতে পারে আমাদের জন্য।’