‘রাফিনিয়া কথায় সিংহ, খেলায় বিড়াল’


editor প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ /
‘রাফিনিয়া কথায় সিংহ, খেলায় বিড়াল’

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে গত বুধবার ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আলবিলেস্তেরা। লাতিন দুই জায়ান্টের ম্যাচের আগে আলোচনায় ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি এখন তোপের মুখে। এবার টিওয়াইসি স্পোর্টসের অনুষ্ঠান ‘প্রেসিও আলতা’য় প্যানেলিস্ট হিসেবে এসে রাফিনিয়াকে নিয়ে ঠাট্টা করেছেন ব্রাজিলিয়ান সাংবাদিক হেদের।

ম্যাচের আগে ‘রোমারিও টিভি’ পডকাস্টে রাফিনিয়া বলেছিলেন, ‘আমরা ওদের গুঁড়িয়ে দেব। কোনো সন্দেহ নেই। একদম গুঁড়িয়ে দেব মাঠের ভেতরে, দরকার পড়লে মাঠের বাইরেও।’

মাঠের পারফরম্যান্সে কথার কোনো ছাপ রাখতে পারেননি রাফিনিয়া। তাই তাকে ঠাট্টা করে টিওয়াইসির অনুষ্ঠানে হেদের বলেন, ‘রাফিনিয়ার কথা সিংহের মতো, কিন্তু খেলায় বিড়ালছানা।’

ব্রাজিলিয়ান এই সাংবাদিক রাফিনিয়া ছাড়াও দেশটির আরো দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোকে নিয়েও হাসি-ঠাট্টা করেছেন। ভিনিসিয়ুসকে তিনি বলেছেন ‘ট্রায়াথলেট’ এবং রদ্রিগোকে নাম দিয়েছেন ‘ভিটামিন সি খেলোয়াড়’।

‘ভিনি জুনিয়র হলেন ট্রায়াথলেট। কেন জানেন? কারণ, সে দৌড়ায়, সাইকেল ও সাঁতরায়।’ আর রদ্রিগোকে নিয়ে হেদের বলেছেন, ‘রদ্রিগো হচ্ছে ভিটামিন সি খেলোয়াড়। কারণ, তিনি কাউকে আঘাত করেন না।’-যোগ করেন তিনি।