ভূমিকম্পের মধ্যে জীবন বাজি রেখে নবজাতকদের আগলে রাখলেন ২ নার্স


editor প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ণ /
ভূমিকম্পের মধ্যে জীবন বাজি রেখে নবজাতকদের আগলে রাখলেন ২ নার্স

অনলাইন ডেস্ক : মিয়ানমারে সৃষ্ট ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গেছে। এই ঘটনায় দেশটির ৬টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রবল এই ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছে আশপাশের বেশ কয়েকটি দেশেও।

শুক্রবারের সেই ভূমিকম্প অনুভূত হয়েছে চীনেও। সেখানে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। তবে কম্পন ধরা পড়েছে বেশ কিছু ভিডিওতে। তেমনই এক ভিডিও ফুটেজে কম্পনের সময়ে ইউনান প্রদেশের এক হাসপাতালে প্রসূতি বিভাগের পরিস্থিতি উঠে এসেছে।

কম্পনের সময়ে হাসপাতালের দুই নার্স যে ভাবে নবজাতকদের আগলে ছিলেন, তা দেখে তাদের প্রশংসায় ভাসিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। রোববার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ।

গত শুক্রবার দুপুরে মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭। ভয়াবহ এই ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে আগেই। আহত হয়েছেন আরও প্রায় ৩ হাজার ৪০০ জন। প্রতিবেশী থাইল্যান্ডেও ভেঙে পড়েছে বেশ কিছু বহুতল ভবন। মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের।

চীন, ভারতের পূর্বাংশ, ভিয়েতনাম, বাংলাদেশেও শুক্রবার দুপুরের ওই ভূমিকম্পের জেরে কম্পন অনভূত হয়েছে।

এই পরিস্থিতিতে চীনের ইউনান প্রদেশের এক হাসপাতালের প্রসূতি বিভাগের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, হাসপাতালের একটি কক্ষে পাশাপাশি রাখা রয়েছে নবজাতক শিশুদের শুইয়ে রাখার ছয়টি ক্র্যাডল। তাতে শুয়ে রয়েছে তারা।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, আচমকাই কেঁপে ওঠে হাসপাতালের ওই কক্ষটি। ঘরের এক কোণে রাখা ছিল পানির ফিল্টার। সেটি উল্টে তা থেকে পানিও গড়িয়ে পড়ে সাদা মেঝেতে। তার মধ্যেই ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গড়িয়ে যাচ্ছে চাকা লাগানো ক্র্যাডলগুলো।

এক নবজাতককে কোলে নিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে অন্য একটি ক্র্যাডল ধরার চেষ্টা করছেন এক নার্স। তখনই ঘরের অন্য প্রান্ত থেকে গড়িয়ে যাচ্ছে আরও একটি ক্রাডল। ওই নার্স কোনও মতে সেই দ্বিতীয় শয্যাটিকেও হাত দিয়ে আটকে দেন।

সে সময় দ্বিতীয় নার্স দু’হাত দিয়ে প্রাণপণে ঘরের অন্য দু’টি ক্র্যাডল আগলে রাখার চেষ্টা করেন। শেষ পর্যন্ত কম্পন থামলে স্থির হয় শিশুদের শুইয়ে রাখার সেই ক্র্যাডলের চাকা। গোটা ঘটনা ধরা পড়েছে ওই ঘরে বসানো সিসিটিভি ক্যামেরায়।

আর ওই ভিডিও দেখেই সোশ্যাল মিডিয়ায় ওই দুই নার্সকে প্রশংসায় ভাসিয়েছেন অনেকে।