অনুপ্রাণ যুব সমাজকল্যাণ সংস্থা এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ


editor প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৫, ৮:১৪ অপরাহ্ণ /
অনুপ্রাণ যুব সমাজকল্যাণ সংস্থা এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মো. তৌফিকুর রহমান, সিনিয়র রিপোর্টার, পাবনা :পাবনায় অনুপ্রাণ যুব সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ইদ সামগ্রী বিতরণ করা হয়। হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন আজমী গ্রুপ এর প্রতিষ্ঠাতা:জনাব তানভীর আহমেদ দ্বীপ। আজমী গ্রুপের পক্ষ থেকে প্রায় ৫০ (পঞ্চাশ )টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন, জনাব তানভীর আহমেদ দীপ ( প্রতিষ্ঠাতা, আজমী গ্ৰুপ), মোঃ তৌফিকুর রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি, অনুপ্রাণ যুব সমাজ কল্যাণ সংস্থা),সৈয়দা সামিয়া নেয়াজ (মহিলা সহ- সভাপতি, অনুপ্রাণ যুব সমাজ কল্যাণ সংস্থা), ওমর ফারুক ( সাধারণ সম্পাদক, অনুপ্রাণ যুব সমাজকল্যাণ সংস্থা) এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য, আশিকুল আলম রিক্ত, রাইসুল ইসলাম রাতুল,তাসনিম ফেরদৌস (কাউসার), আহনাফ তাহমিদ ওয়সীর,আনিসুর রহমান আকাশ সহ আরো অনেকেই।

আজমী গ্রুপের প্রতিষ্ঠাতা: জনাব তানভীর আহমেদ দ্বীপ বলেন, অনুপ্রাণ যুব সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘ চার বছর ধরে তারা অসহায় মানুষ নিয়ে কাজ করে যাচ্ছে। আগামীতে আজমী গ্ৰুপ অনুপ্রাণ যুব সমাজ কল্যাণ সংস্থা এর সাথে থাকবে,, এবং সংস্থা এর কার্যক্রমে সহযোগিতা করবে। তিনি আশাবাদী, অনুপ্রাণ যুব সমাজ কল্যাণ সংস্থা আগামীতে ইনশাআল্লাহ আরো ভালো কাজ করবে।