মোহাঃ আসলাম আলী, স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলার রুস্তমপুর এলাকায় অপারেশন পরিচালনা করে
একটি বিদেশি পিস্তলসহ ২ জন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে
র্যাব-৫,রাজশাহী সিপিএসসি ও সিপিসি-২,নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল।
অদ্য (১৭ জুলাই) রাতে র্যাব-৫, রাজশাহী,সিপিএসসি ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল তাদের গ্রেফতার করে।
র্যাব জানান,রুস্তমপুর গরুরহাটস্থ পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ০২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। আটকৃতরা হলেন,উপজেলার হরিরামপুর এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে আসামী মোঃ তরিকুল(২৫) তরিকুল(২৫) ও একই এলাকার মকিমের ছেলে মোঃ সেলিম রেজা (২৬)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল-০১টি, ম্যাগজিন- ০২টি,গুলি-০৫ রাউন্ড,মাটরসাইকেল- ০১টি,মোবাইল-০২টি,সীম-০২টি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি গোয়েন্দা দল জানতে পারে যে,রাজশাহী জেলার বাঘা থানাধীন ০২ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে মোটর সাইকেল যোগে আড়ানী বাজার হতে রুস্তমপুর হয়ে চারঘাটের দিকে যাচ্ছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদ্বয়ের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে ।
এরই প্রেক্ষিতে র্যাব-৫,রাজশাহী, সিপিএসসি ও সিপিসি-২,নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল রুস্তমপুর গরুরহাটস্থ পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ০২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল-০১টি, ম্যাগজিন-০২টি,গুলি-০৫ রাউন্ড মাটরসাইকেল-০১টি, মোবাইল-০২টি, সীম উদ্ধার এবং তাদের হেফাজতে থাকা মোটরসাইকেল জব্দ করাহয়। ধৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত অস্ত্র কারবারী। তাদের বসতবাড়ী সীমান্তবর্তী এলাকায় হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে অবৈধ বিদেশী পিস্তল ও গুলি সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তি ও অস্ত্র কারবারীদের নিকট বিক্রয় করে আসছে। ধৃত আসামীদ্বয় জানান,তারা পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবত অস্ত্র কারবারীর সাথে যুক্ত। ইতিপূর্বে একাধিকবার তারা সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অস্ত্র ও গুলি সংগ্রহ করেছে।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :