বিটিভি ছাড়া আরেকটি চ্যানেলে খেলা দেখানোর চেষ্টায় বিসিবি


editor প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ /
বিটিভি ছাড়া আরেকটি চ্যানেলে খেলা দেখানোর চেষ্টায় বিসিবি

অনলাইন ডেস্ক : আগামীকাল ২০ এপ্রিল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। আসন্ন এই সিরিজের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল প্রথমে। তবে সেই শঙ্কা দূর হয়েছে, এই সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিটিভি।

মূলত ঘরের মাঠের এই সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানই আগ্রহ দেখায়নি। যে কারণে সিরিজটি বিটিভিতে দেখানোর সিদ্ধান্ত হয়েছে।

আজ শনিবার বনানীতে এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই বিষয়ে বলেন, ‘এটা গোড়া থেকে বলতে হবে। সময়টা খুবই…মানে ঘরোয়া ও আন্তর্জাতিক সব জায়গায় মন্দা চলছে। একটু সময় খারাপ যাচ্ছে। পট পরিবর্তনের পর সময় লাগছে।’

‘বিটিভি দেখাচ্ছে, অনেক ধন্যবাদ তাদের। বিটিভির স্লট পাওয়া অনেক কঠিন। সচিব মহোদয় এখানে আছেন, উনাকে যোগাযোগ করা হয়েছে বোর্ড থেকে। আপনি জানেন বিটিভির স্লট (এয়ার টাইম) কিনতে হয়। তার প্রতি কৃতজ্ঞ। বিটিভি বিনামূল্যে আমাদের এটা দেখিয়ে দেবেন। অন্তত মানুষের কাছে পৌঁছাবে খেলাটা।’- বলেন বিসিবি সভাপতি।

বিটিভির পাশাপাশি অন্য আরেকটি বেসরকারি চ্যানেলে খেলা দেখানোর চেষ্টার কথা বললেন ফারুক, ‘এখনো কথা চলছে অন্য কোনো চ্যানেল পাওয়া যায় কি না। এই ম্যাচ যদি নাও দেখাতে পারি, পরের ম্যাচ চেষ্টা করব। এছাড়া আগামী আড়াই বছরের জন্য মিডিয়া সত্ত্ব বিক্রির ব্যাপারও আছে। ওটার জন্য টেন্ডার তৈরি করে ফেলেছি আমরা। ওটার জন্য আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানাবো।’