ডিমলায় স্ত্রীর দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান


editor প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ /
ডিমলায় স্ত্রীর দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

মো: বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি : ডিমলায় স্ত্রীর দাবিতে পঞ্চগড় থেকে কলেজ ছাত্রী মনি আক্তার প্রেমিক সাইদুর রহমানের বাড়িতে অবস্থান নিয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) নীলফামারীর ডিমলায় স্ত্রী’র দাবি নিয়ে সদর ইউনিয়ন দক্ষিণ তিতপাড়া বসুনীয়া পাড়ার বাসিন্দা কাপড় ব্যবসায়ী মোঃ সহিদুল ইসলামের ২য় পুত্র মোঃ শাহিনুর রহমান এর বাড়িতে পঞ্চগড় বোদা উপজেলা থেকে আসা ১ কলেজ ছাত্রীর অবস্থান।

ঐ যুবতীর দাবী দীর্ঘ দুই বৎসর যাবৎ প্রেম করার পর গত ১বছর ২ মাস আগে শাহিনুর রহমান (তেজি) পিতা-মাতার অজান্তে আমাকে গোপনে বিয়ে করে। কিন্তু, আমি শশুর বাড়িতে আসতে চাইলে, আজ,কাল করে এক বছর পার হয়ে গেলেও আমার স্বামী আমাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসে না। তাই আমি আজকে একাই চলে এসেছি।

পঞ্চগড় জেলার বোদা উপজেলার মহিষ বাথান এলাকার বাসিন্দা মোঃ সাইদুর রহমানের মেয়ে মোছাঃ মনি আক্তার(ছদ্দনাম) আজ দুপুর থেকে স্ত্রীর দাবি নিয়ে শাহিনুরের বাড়িতে অবস্থান করেছে।