অনলাইন ডেস্ক : কাতার বিশ্বকাপের পর থেকেই স্থায়ী কোচ সংকটে ভুগছে ব্রাজিল। যদিও দরিভাল জুনিয়রকে পূর্ণ দায়িত্বে বসানোর পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কিছু সময়ের জন্য হাঁফ ছাড়ার সুযোগ পেয়েছিল। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বে শিষ্যদের অধারাবাহিকতা দরিভালেরও বিদায়ঘণ্টা বাজিয়ে দেয়। এরপর থেকে ২২ দিন কোচহীন ব্রাজিল। তাদের মূল নিশানা রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির দিকে। এটাও যদি-কিন্তু’র ধাঁধায় আটকে আছে।
কিন্তু এভাবে খুব বেশিদিন আর কোচহীন থাকার সুযোগ থাকছে না সেলেসাওদের সামনে। জুনে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ রয়েছে লাতিন আমেরিকার দেশগুলোর। তার বেশ কিছুদিন আগেই ফিফার কাছে নিজেদের প্রাক-স্কোয়াড জমা দিতে হয়। সে হিসেবে ব্রাজিলের সামনে আর এক মাসের মতো সময় বাকি। এই সময়ের মধ্যে কোচ নিয়োগ থেকে শুরু করে আনুষ্ঠানিকভাবে পুরো দায়িত্ব বুঝে নেওয়ার কিছু ব্যাপার থাকে।
ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে আনচেলত্তি আগেই নাকি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যম। কিন্তু বাস্তবতাও মানতে হচ্ছে উভয়পক্ষকে। বিশেষত রিয়াল মাদ্রিদ বর্তমানে মৌসুমের চূড়ান্ত সময়ে আছে, এই সময়েই নিষ্পত্তি হয়ে যাবে বেশিরভাগ প্রতিযোগিতার শিরোপা। যদিও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ ১৫ বারের শিরোপাধারী দলটি সম্প্রতি টুর্নামেন্টটির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। যা তৈরি করেছে আনচেলত্তির রিয়াল অধ্যায় শেষ হওয়ার একটি মৃদু গুঞ্জন। বেশকিছু সংবাদমাধ্যম তার ডেডলাইনও বলে দিয়েছে। আগামী ২৬ এপ্রিল হতে পারে সেই সময়।
আনচেলত্তির এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ‘২৬ এপ্রিল কোপা দেল রে’র ফাইনালের পর মাদ্রিদের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারেন এই কোচ।’ বাংলাদেশ সময় অনুযায়ী ২৭ এপ্রিল দিবাগত রাত ২টায় স্প্যানিশ লিগ কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। অর্থাৎ, আরেকটি শিরোপা নির্ধারণী ম্যাচে এল-ক্লাসিকো’র স্বাক্ষী হতে যাচ্ছেন ফুটবলভক্তরা। এই ম্যাচের ফলাফলের ওপর রিয়ালে আনচেলত্তির ভবিষ্যৎ–ও নির্ভর করছে। যদিও তার সঙ্গে লস ব্লাঙ্কোসের চুক্তি রয়েছে আরও এক বছর।
তবে রিয়ালও মৌসুমের মাঝপথে তাদের বেশকিছু বড় শিরোপা এনে দেওয়া কোচের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটবে কি না সেটাও ভাবার বিষয়। যদিও তার অধীনে এবার স্প্যানিশ সুপার কাপে হেরেছে রিয়াল, লা লিগায়ও তাদের চেয়ে এগিয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। আর বিদায় ঘটেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। কিন্তু চলতি বছরের জুনে রয়েছে ক্লাব বিশ্বকাপ। বড় এই আসরের আগে নিশ্চয়ই কোচ বদলানো দলের জন্য সুখকর কিছু নয়। আবার যদি লা লিগার চলতি মৌসুম শেষ হওয়া পর্যন্ত ব্রাজিলকে অপেক্ষা করা লাগে তাহলে তারা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। কারণ এই প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড শুরু হবে ২৫ মে থেকে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, সবমিলিয়ে ১৮ মে’র মধ্যে ফিফাকে (আসন্ন ম্যাচের জন্য) অন্তবর্তীকালীন দলের তালিকা পাঠাতে হবে। যদিও সেই দলের অনুমোদন কোচ দিয়েছেন এমন নিশ্চয়তার প্রয়োজন নেই। কোচের অনুপস্থিতিতে সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ কিংবা ব্রাজিল টিম ম্যানেজমেন্টের কর্মকর্তাদের মধ্যে রদ্রিগো কায়েতানো, জুয়ান, রামন মেনেজেস যে কারও স্বাক্ষরই যথেষ্ট। সে হিসেবে ২ জুনের আগপর্যন্ত সময় পাচ্ছেন আনচেলত্তি। এরপর ৫ জুন (বাংলাদেশ সময় অনুযায়ী ৪ জুন) ইকুয়েডরের বিপক্ষে এবং ১০ জুন (৯ জুন) প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। তার আগেই দলটিকে আনুষ্ঠানিকভাবে নতুন কোচের ঘোষণা দিতে হবে।
বিকল্প ভাবনায় আছেন দুই কোচ
এদিকে, আনচেলত্তিকে ওই সময়সীমার মধ্যে না পেলে ব্রাজিল প্রধান কোচ হিসেবে বিকল্প দুটি নাম ভেবে রেখেছে। যেখানে এগিয়ে আছেন আল-হিলাল কোচ জর্জ জেসুস। এ ছাড়া ব্রাজিলিয়ান লিগে দায়িত্বরত আবেল পেরেইরার সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে গ্লোবো। সংবাদমাধ্যমটি বলছে, সিবিএফ দুই সপ্তাহ আগে শিগগিরই নতুন কোচের ঘোষণা দেওয়া হবে বলে উল্লেখ করেছিল। কিন্তু এখন তারা ডেডলাইন পূরণের অপেক্ষায় আছে, সমাধান নিয়ে আলোচনা করছে এবং মাদ্রিদে কী ঘটতে চলেছে তীক্ষ্ণ নজর রেখেছে সেদিকে।
আপনার মতামত লিখুন :