অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকার এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। পরে কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় তারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আজহারুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে ২নং ঢাকেশ্বরী এলাকার একটি ঝুটের গোডাউনে আগুনের সংবাদ পাই। পরে আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টা যাবৎ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখনো ক্ষতির পরিমাণ বলতে পারছি না। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
আপনার মতামত লিখুন :