দুর্গাপুরে বিএনপি’র কেন্দ্রীয় নেতা সিদ্দিকের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়


editor প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ /
দুর্গাপুরে বিএনপি’র কেন্দ্রীয় নেতা সিদ্দিকের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার,দুর্গাপুর : ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী আবু বক্কর সিদ্দিক।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি সংক্ষিপ্ত পথসভায় অংশগ্রহণ করেন। সেখানে এলাকার জনগণ ও দলীয় নেতাকর্মীদের সামনে তিনি বক্তব্য রাখেন।

পথসভায় আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বিএনপি একটি গণমানুষের দল। আমাদের শক্তি হলো তৃণমূলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন; দলকে সংগঠিত ও শক্তিশালী করতে হলে ঐক্যই সবচেয়ে বড় হাতিয়ার।’

তিনি আরও বলেন, ‘ভিন্নমত থাকতেই পারে, কিন্তু দলীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে কাজ করতে হবে। সবাই একসাথে কাজ করলে ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।’

এ সময় দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, বিএনপি নেতা সামসুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সভাপতি আরমান হোসেন, যুবদল নেতা মোজ্জাফর হোসেন, সিহাব, এন্তাজ আলী, নুরুল ইসলাম, ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিকের এমন জনসংযোগমূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও সক্রিয় উপস্থিতি প্রত্যাশা করেছেন।