নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালন


editor প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ /
নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালন

অনলাইন ডেস্ক : সংস্কারের পর নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের চাষাঢ়া এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে চাষাঢ়া থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, নির্দিষ্ট একটি দল নির্বাচন-নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলেছে। কিন্তু আমাদের রক্তের দাগ এখনও শুকায়নি। আমরা এখনও হত্যার বিচার পাইনি। আপনারা আমাদের রক্তের সঙ্গে বেঈমানি করবে না। শুধুমাত্র নির্বাচনের জন্য আমরা রক্ত দেইনি। দেশের ভবিষ্যৎ বদলানোর জন্য আমরা রক্ত দিয়েছি। আমরা চাচ্ছি আগে এ দেশে খুনি হাসিনার বিচার হবে এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

বক্তারা বলেন, দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য নির্বাচন চাচ্ছে। কিন্তু আগে সংস্কার তারপর নির্বাচন। তা না হলে স্বৈরাচার হাসিনার মতো তাদেরও পতন হবে।

বক্তারা আরও বলেন, আমরা এই দেশের পরিবর্তনের নতুন একটি স্বপ্ন নিয়ে এসেছিলাম। আজকে যদি এই নির্বাচন হয় আপনারা কি মনে করেন এ দেশ পরিবর্তন হবে? কখনো হবে না। ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের পর যেসব নির্বাচন হয়েছিল তা কোনো পরিবর্তন হয়নি। আর ড. ইউনূস সরকার যদি শক্ত হয়ে আগে সংস্কার করে তারপর নির্বাচন দেয় তাহলে দেশের পরিবর্তন সম্ভব হবে।

তারা বলেন, যারা ১৭ বছর বলেছেন জনগণ ভোটের অধিকার পায়নি তাদের উদ্দেশ্যে বলছি, আগে গণপরিষদ নির্বাচন দিন। জনগণের মতামত নেন, তারা কি আদৌ নির্বাচন চায় নাকি চায় না। অধিকাংশই বলবে আমরা নির্বাচন চাই না। যারা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছেন তাদের বলছি, আপনারা আগে সংস্কারের পেছনে আসুন। দেশের মৌলিক যে দাবিগুলো আছে সেগুলো সংস্কার করুন তারপর নির্বাচনের কথা বলুন।-ইত্তেফাক