তামিম-মুশফিকদের উদাহরণ টানলেন ফারুক


editor প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ণ /
তামিম-মুশফিকদের উদাহরণ টানলেন ফারুক

অনলাইন ডেস্ক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার জাকের আলি অনিক এবং শরিফুল ইসলাম।

এদিন জাতীয় স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ উপভোগের পর বিসিবি সভাপতি বলছিলেন, ‘আমাদের বেশ কিছু খেলা আছে। যে সব জায়গায় আপনি খেয়াল করে দেখবেন সবাই চিন্তা করে তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ এদের মতো প্লেয়ার হতে পারতাম। এটা কিন্তু এখন রোল মডেল। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে এগুলোতে সবাই নজর দেবেন।’

আরও যোগ করেন, ‘শুধু যারা যে ডিপার্টমেন্টে আছেন…আর সবচেয়ে বড় কথা এটা এমন একটা শ্রেণি খেলাধুলা। আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত কখন আসবে চিন্তা করতাম। পড়াশোনা থাকবে কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ এটাও। আমি আশা করব এই দিবসটাকে যত উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে পালন করছি, এটার প্রতিফলন যেন সারা বছর আমরা দেখতে পাই।’