ভাঙ্গায় গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার


editor প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৫, ১০:৫৪ অপরাহ্ণ /
ভাঙ্গায় গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় একটি গণধর্ষণ মামলার পলাতক আসামি নূরে ইসলাম (৪২) কে সোমবার (১০মার্চ) রাতে অভিযান চালিয়ে ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙ্গা থানার পরিদর্শক (ওসি তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গত ৩০ জানুয়ারি জনৈকা গৃহবধূ গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের গ্রামের বাড়ি থেকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আড়ুরাকান্দি আত্মীয় বাড়িতে আসার পথে সন্ধ্যায় এলাকার ৪-৫ জন বখাটে যুবক জোরপূর্বক গৃহবধুকে তুলে নিয়ে পার্শ্ববর্তী সরিষা খেতে রাতভর গণধর্ষণ করে পালিয়ে যায়।
এঘটনায় ওই গৃহবধূ ভাঙ্গা থানায় পাঁচ জনকে আসামি করে গণধর্ষণের অভিযোগ দায়ের করলে পুলিশ চারজন আসামিকে গ্রেপ্তার করে। আসামির মধ্যে নুরে ইসলাম পলাতক থাকায় ১০ ই মার্চ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি নূরে ইসলামকে মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানায় পুলিশ।