হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিএসটিআই এর সিলযুক্ত নকল লেবেল ও ভেজাল মালামাল রাখার অপরাধে রাজশাহীর বাগমারার দুই প্রতিষ্ঠানের দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো বিহেড ফুড অ্যান্ড ওয়েল মিল এবং সাফি ট্রেডার্স। উপজেলার নন্দনপুর বাজারে প্রতিষ্ঠান দুটি অবস্থিত। এর মধ্যে সাফি ট্রেডার্সের মালিক শাহিনুর ইসলাম এবং বিহেডের মালিক আবু বাক্কার। মঙ্গলবার দুপুরে বিএসটিআই রাজশাহীর মাঠ কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ বাগমারার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেনের সহযোগিতা নিয়ে নন্দনপুর বাজারের দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালান। অভিযানকালে তাঁদের প্রতিষ্ঠান থেকে ময়দা, তেল, নুডুলস, ডিটারজেন্টের প্যাকেট ও খোলা মালামাল দেখতে পান অভিযানকারী দল। প্যাকেটের ভেতরে বিএসটিআইয়ের নকল সিলযুক্ত লেবেল পাওয়া যায়। এছাড়াও বাইরে রাখা বিএসটিআইয়ের সিলযুক্ত তিনবস্তা নকল লেবেল পাওয়া যায়। এসময় প্রতিষ্ঠান দুটির মালিক উপস্থিত ছিলেন না। তবে প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তারা স্বীকার করেন বিএসটিআইয়ের সিল নকল করে প্যাকেটে ভরে মালামাল বিক্রি করে আসছিলেন। এসময় বিহেড ফুড অ্যান্ড ওয়েল মিলের দুই লাখ এবং সাফি ট্রেডার্সের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনবস্তা ভর্তি জাল লেবেল জব্দ করে পোড়ানো হয়। একই সঙ্গে তাঁদের প্রতিষ্ঠানে তৈরি মালামাল প্যাকেটজাত না করে খোলা বিক্রির পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া বাগমারার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন। বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, তাঁদের প্যাকেটজাত মালামালের মান পরীক্ষা করা হয়নি।
আপনার মতামত লিখুন :