নীলফামারীর ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু


editor প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ /
নীলফামারীর ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি : নীলফামারির ডোমারের জোড়াবাড়ির বেতগাড়ায় নিজ বাদাম পানি দিতে গিয়ে আজিবর রহমান (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়।

সোমবার (১০ মার্চ) দুপুরে বাদাম পানি দিওয়ার জন্য বৈদ্যতিক পাম্পে সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

নিহত আজিবর রহমান উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়া গ্রামের মজনদি পাড়ার মৃত মজনদি মাহমুদের ছেলে।

এলাকাবাসীর থেকে জানা যায়, আজিবর রহমান নিজ জমিতে পানি সেচ দিতে গিয়ে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে সংযোগ দিতে গিয়ে শক খেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার ডোমার উপজেলার বোড়াগাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সেচযন্ত্রের সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।