
বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় নির্মিত প্রথম সিরিজ ‘দ্য বাস্টার্ডস অব বলিউড’ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অভিনয়, গল্প, আর পরিচালনায় আরিয়ানের স্টাইল- সবকিছুই দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে। এবার সিরিজের প্রধান অভিনেত্রী সাহের বামবা তাঁর অভিজ্ঞতা জানালেন, যেখানে তিনি আরিয়ানকে একদিকে ‘পারফেকশনিস্ট’ পরিচালক হিসেবে বর্ণনা করেছেন, অন্যদিকে অফ-ক্যামেরায় তাকে বলেছেন ‘চমৎকার ভদ্র ও মজার মানুষ’।
শনিবার (৪ অক্টোবর) পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাহের বলেন, “আরিয়ান খান একজন খুবই কঠোর পরিচালক। তার যেভাবে দৃশ্য কল্পনা থাকে, তিনি সেভাবেই সেটি ফুটিয়ে তুলতে চান। এজন্য তিনি ১০ বার বা ২০ বারও শট নিতে দ্বিধা করেন না- এমনকি সিনিয়র অভিনেতাদের সঙ্গেও তিনি একইভাবে নিখুঁত কাজ চান। তিনি সত্যিই এক ‘হার্ড টাস্কমাস্টার’।”
তিনি আরও বলেন, “আরিয়ান কাজের সময় যতটা মনোযোগী ও নিখুঁত হতে চান, ক্যামেরার বাইরে ঠিক ততটাই প্রাণবন্ত ও বন্ধুবৎসল। আমি এখনো আমার প্রজন্মে তার মতো কাউকে দেখিনি- অত্যন্ত ভদ্র, মার্জিত, এবং সবার প্রতি শ্রদ্ধাশীল, ঠিক যেমন শাহরুখ স্যার। পাশাপাশি তার এক দুষ্টুমিভরা দিকও আছে- তিনি সবসময় রসিকতা করেন, সবাইকে হাসান।”
অভিনেত্রীর ভাষায়, “অনেকেই ভাবে আরিয়ান খুব গম্ভীর মানুষ, কিন্তু বাস্তবে তার মধ্যে এক শিশুসুলভ উচ্ছলতা আছে। শটের আগে তিনি একেবারে বাচ্চার মতো আচরণ করেন, আর ক্যামেরা চালু হতেই এক মুহূর্তে গম্ভীর ও মনোযোগী হয়ে যান- সেটাই সবচেয়ে মজার ব্যাপার।”
উল্লেখ্য, আরিয়ান খানের পরিচালনায় তৈরি এই সিরিজ ‘দ্য বাস্টার্ডস অব বলিউড’ বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। সমসাময়িক বলিউডের অন্ধকার দিক নিয়ে নির্মিত এই কাজটি ইতিমধ্যে দর্শক ও সমালোচক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
আপনার মতামত লিখুন :