স্টাফ রিপোর্টার : ঈদ শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে যেন নির্বিঘ্নে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ ৫ এপ্রিল শনিবার ২০২৫ ইং তারিখে সকাল ১১ টা থেকে সড়ক দূর্ঘটনারোধে জনসচেতনামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়। সড়ক যোদ্ধারা ব্যস্ততম কড্ডার মোড়ে ট্রাফিক পুলিশকে সহযোগিতার পাশাপাশি প্রচন্ড ট্রাফিক জ্যাম নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে যাতে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন যানবাহনের যাত্রীরাসহ সাধারণ মানুষ জনদূর্ভোগ থেকে রক্ষা পায়। বিভিন্ন যানবাহনের চালক, পথচারী, যাত্রীসহ সকল সাধারণ মানুষকে ট্রাফিক আইনসহ সড়ক ব্যবহারের নিয়ম কানুনসহ সার্বিকভাবে সচেতন করা হয়। উক্ত কর্মসূচীতে অংশগ্রহণ করেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, নিসচা সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা প্রকৌশলী আশরাফুল ইসলাম, আহবায়ক- সৈয়দ নতুন শিরাজী, যুগ্ম আহবায়ক-সাইফুল ইসলাম, সদস্য সচিব আবু লায়েস উজ্জল, সদস্য-এ,কে, এম, রবিন, আলাল হোসেন, শরীফ হোসেন, শামীম হোসেন, মনিজা খাতুন, মুক্তা খাতুন, শুকুর মাহমুদ, আব্দুল মান্নান, এ,কে সবুজ, সবুজ আলী প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি
আপনার মতামত লিখুন :