ঢাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস


editor প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ /
ঢাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর আবহাওয়ার এই পরিবর্তনের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

রোববার (৬ এপ্রিল) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য (সন্ধ্যা পর্যন্ত) এ আভাস দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশে আংশিক মেঘলা অবস্থা বিরাজ করতে পারে এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। যা দমকা হাওয়ার আকারে ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪৫ শতাংশ। যেখানে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে সারাদেশের আবহাওয়ার সম্ভাব্য পূর্বাভাস সম্পর্কে বলা হয়েছে, আজ ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আর দিনাজপুর, সৈয়দপুর, ফেনী, মৌলভীবাজার, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।