এস,এ সিরাজুল ইসলাম, মান্দা: নওগাঁর মান্দায় নিখোঁজের ৫দিন পর বোরো ধানের খেত থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কশব মধ্যপাড়া গ্রামের তালপুকুরিয়া বিল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে সনাক্ত করেছেন তার স্বজনেরা। নিহত আব্দুল জব্বার উপজেলার নুরল্লাবাদ গ্রামের ফজের আলী মোল্লার ছেলে। তিনি গত শুক্রবার (২৮ মার্চ) থেকে নিখোঁজ ছিলেন।
নিখোঁজ আব্দুল জব্বারের ছোটভাই মোজাহারুল ইসলাম বলেন, কশব ভোলাগাড়ী গ্রামের জনৈক বুলবুল আহমেদের কাছে পাওনা টাকা নিতে গত শুক্রবার সকালের দিকে ভাই আব্দুল জব্বার বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়।
মোজাহারুল ইসলাম দাবী করেন, ‘লাশের গলায় থাকা চাঁদির চেন ও পায়ের স্যান্ডেল দেখে এটি ভাই আব্দুল জব্বারের লাশ বলে সনাক্ত করেছি। পরিবারের অন্য সদস্যরাও লাশটি আব্দুল জব্বারের বলে দাবী করেন।’
কশব মধ্যপাড়া গ্রামের বাসিন্দা খয়ের আলী বলেন, বিলের গভীর নলকূপের ড্রেনম্যান আজ বুধবার সকালে ওই এলাকায় পানি দিতে গিয়ে সামসুর রহমানের খেতে লাশটি পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশে সংবাদ দেওয়া হয়। বিলের মধ্যে ধানখেতে পড়ে থাকায় শিয়ালে লাশটি খেয়ে ছিন্নভিন্ন করে দিয়েছে।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে সনাক্ত করেন তার স্বজনেরা। তবে লাশের সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আমাদের মত করে কাজ করছি। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :