সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ৬ ব্যক্তি


editor প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৫, ৪:০১ অপরাহ্ণ /
সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ৬ ব্যক্তি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদরের বরুনকান্দি এলাকা থেকে ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। তবে দুপুর পর্যন্ত তাঁদের জ্ঞান ফেরেনি, ফলে নাম-পরিচয় জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, শহরের বাইপাস এলাকার একটি গ্যাস পাম্পের পাশ থেকে ছয় ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাঁদের মধ্যে একজন অস্পষ্টভাবে জানিয়েছেন, তাঁরা হেমায়েতপুর থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কলা, পানি ও রুটি খাওয়ার পর থেকে তাঁরা কিছু মনে করতে পারছেন না। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

পুলিশের ধারণা, তাঁরা অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে পারেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং শহরের বাইপাস এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আবু জার গাফফার বলেন, ‘রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের চিকিৎসকেরা তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।’