এনজিও ফেডারেশন রাজশাহীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন


editor প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ /
এনজিও ফেডারেশন রাজশাহীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : এনজিও ফেডারেশন (এফএনবি) রাজশাহীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। রাণীবাজারস্থ অলোকার মোড় চেম্বার অব কমার্স ভবনের সামনে থেকে র‌্যালি শুরু করে রাজশাহী কলেজে গিয়ে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ব্র্যাক প্রতিনিধি ও এফএনবি রাজশাহী জেলা কমিটির সভাপতি মোঃ মহসিন আলী। মহান স্বাধীনতা দিবস কর্মসূচীতে রাজশাহী জেলার এফএনবি’র সদস্য সংস্থা হিসেবে অংশগ্রহণ করেন ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, টিএমএসএস, আশ্রয়, লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস), নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, জাগরনী চক্র ফাউন্ডেশন, বিডো, বেলা, আরএসডিপি, দিশা, এর নির্বাহী প্রধান ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।