ডিমলা নীলফামারী উপজেলা সংবাদদাতা : নীলফামারীর ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীঁজ বিতরণ করা হয়।
সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা কৃষি অফিসের হল রুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রশাসনের কর্মকর্তা রাসেল মিয়া ,“২০২৪-২৫ অর্থ বছরে উপজেল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফসী আউশ ফসলের জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।উপজেলার ২৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে আউশ ধান বীজ ও ১০কেজি ডিএপি,এমওপি ১০ কেজি সহ মোট ২০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোসাম্মদ সামিমা ইয়াসমিন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং উপকার কৃষকগন।
আপনার মতামত লিখুন :