রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ পাবেন। এতে জাতীয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, রাবি অধিভুক্ত কলেজ এবং অন্য বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
মঙ্গলবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তার আগে, ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ৫৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা হবে স্নাতক (সম্মান) পরীক্ষায় সিজিপিএ ৩.০০। আবেদনকারী যে বিভাগ বা সমরূপ বিভাগ থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) পাস করেছেন, শুধু সেই বিভাগ বা সমরূপ বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতক বা স্নাতক (সম্মান) পাসের পরবর্তী তিন শিক্ষাবর্ষের মধ্যে এই ভর্তির জন্য আবেদন করা যাবে। পরীক্ষার মাধ্যমে এই ভর্তি করা হবে।
আপনার মতামত লিখুন :