‘সাহসী’ ঋতাভরীর বড় সম্মাননা


editor প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ /
‘সাহসী’ ঋতাভরীর বড় সম্মাননা

অনলাইন ডেস্ক : ওপার বাংলায় জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন ঋতাভরী চক্রবর্তী। টেলিভিশন ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’-তে ললিতার চরিত্রে অভিনয় করে মন জয় করেন দর্শকের। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। পেয়েছেন একের পর এক কাজের প্রস্তাব।

দুই পর্দায় তাল মিলিয়ে সাবলীল অভিনয় দেখিয়েছেন ঋতাভরী; টালিউডের বিভিন্ন ওয়েব সিরিজ ও সিনেমায় তার দেখা মেলে নিয়মিতই। শুধু কি তাই? ফ্যাশন সেনসেশন হিসেবেও দর্শকের প্রিয়মুখ ঋতাভরী। এবার তার প্রমাণ দিলেন নিজেই।

সদ্যই এক বড় সম্মাননা পেলেন ঋতাভরী; ওপার বাংলার মধ্যে বছরের সেরা স্টাইলিশ অভিনেত্রী হিসেবে ভূষিত হলেন। টালিগঞ্জ থেকে পাওয়া এমন সম্মাননায় রীতিমত আপ্লুত অভিনেত্রী।

অ্যাওয়ার্ড পাওয়ার পর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ঋতাভরী সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিনেত্রী লেখেন, ‘আইডব্লিউএমবাজকে ধন্যবাদ। আমার খুব সুন্দর কিছু সহকর্মীদের নিয়ে অসাধারণ একটি সন্ধ্যা! ইন্ডাস্ট্রিজের সকলে এক হয়ে উদযাপন করছি। এটিই ছিল সবচেয়ে সুন্দর মুহূর্ত।’

ঋতাভরী আরও লেখেন, আমার টিমের প্রতিও কৃতজ্ঞতা, যারা আমাকে গতকাল ১৪ ঘণ্টা শুটিং-এর পর মাত্র ২০ মিনিটে তৈরি করে দেয়।

টালিউডের অন্যতম ‘সাহসী’ অভিনেত্রী হিসেবে পরিচিত ঋতাভরী চক্রবর্তী। সামাজিক মাধ্যমে প্রায়ই তার সাহসী অবতার নাড়া দেয় ভক্তদের। নেটিজেনরা স্বাভাবিকভাবেই তার রূপের প্রশংসা করেন; মন্তব্য ঘর ভরিয়ে তোলে উষ্ণ ভালোবাসায়।