ভোলাহাটে যথাযথ মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত


editor প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ /
ভোলাহাটে যথাযথ মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে দিনব্যাপী নানা আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনটির তাৎপর্যপূর্ণ আলোচনা সভা উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।

বীরমুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যা সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আরডিও সবুজ আলী, সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, আনসার-ভিডিপি অফিসার সামিউল বাসির, সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবির, ইসলামিক ফাউণ্ডেশন ভোলাহাট সমন্বয়কারী মনোয়ার হোসেন, জনস্বাস্থ্য সহকারী উপ-প্রকৌশল অধিদপ্তর ইঞ্জিনিয়ার আজমীর শেখসহ অন্যান্য উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।

আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছোট ছোট শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান একই স্থানে অনুষ্ঠিত হয়।
উপজেলার সকল ধর্মীয় উপাসনালয়ে ২৫ মার্চের রাতে নিহতদের স্বরণে বিশেষ মোনাজাত বাদ জোহর অনুষ্ঠিত হয়।

পরে রাত সাড়ে ১০ টায় ভোলাহাট পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম এর মাধ্যমে প্রতীকি ব্ল্যাক-আউট ১ মিনিটের জন্য (কেপিআই/জরুরী স্থাপনা ব্যতীত) সমগ্র ভোলাহাটের সংযোগ বিচ্ছিন্ন থাকে।