নাটোরে উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভা


editor প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৫, ১১:০২ অপরাহ্ণ /
নাটোরে উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভা

অনলাইন ডেস্ক : জেলার উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন সাপেক্ষে উত্তরা গণভবনের সীমানা প্রাচীর সংস্কার, হ্রদের ওয়াকওয়ে নির্মাণ, হ্রদের চারপাশ জুড়ে ২৬টি ঘাট সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে স্থাপত্য ভবন বা মূল ফটকের সংস্কার বা উন্নয়ন কাজ করার ক্ষেত্রে প্রয়োজনে প্রত্নতত্ত্ব বিভাগের পরামর্শ গ্রহণ করা হবে। সার্বিক উন্নয়নের লক্ষ্যে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে একটি মাষ্টার প্লান প্রণয়নের কাজ চলছে বলেও সভায় জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মুক্তাদির আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরিফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুল হক, জেলা আনসার কমান্ডান্ট বাসুদেব ঘোষ এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।-বাসস