বাংলাদেশি পর্বতারোহী বাবর আলীর নতুন চ্যালেঞ্জ: অন্নপূর্ণা-১ শৃঙ্গে অভিযানে যাচ্ছেন


editor প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ /
বাংলাদেশি পর্বতারোহী বাবর আলীর নতুন চ্যালেঞ্জ: অন্নপূর্ণা-১ শৃঙ্গে অভিযানে যাচ্ছেন

নুরুল আফছার, স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের হাটহাজারীর সন্তান বাবর আলী পৃথিবীর দশম সর্বোচ্চ শৃঙ্গ অন্নপূর্ণা-১ অভিযানে যাচ্ছেন। এর আগে মাউন্ট এভারেস্ট ও লোৎসে জয় করার পর এবার বিশ্বের ১৪টি আট হাজার মিটারের চূড়ায় পা রাখার স্বপ্ন নিয়ে তিনি এই অভিযানে অংশ নিচ্ছেন। শনিবার (২২ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবে ভার্টিক্যাল ড্রিমার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাবর আলী বলেন, “এভারেস্ট-লোৎসে অভিযানের পর থেকেই বিশ্বের ১৪টি আট হাজার মিটার উচ্চতার পর্বত জয় করার স্বপ্ন দেখছি। অন্নপূর্ণা-১ অভিযান সেই স্বপ্ন পূরণের আরেকটি ধাপ।” তিনি আরও জানান, “এই অভিযানে সফল হলে এটি হবে আমার তৃতীয় আট হাজার মিটারি পর্বত জয়।”

বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে পরিচিত অন্নপূর্ণা-১। এর উচ্চতা ২৬,৫৪৫ ফুট। পর্বতের খাড়া ঢাল, তুষারধসের প্রবণতা এবং অনিশ্চিত আবহাওয়া এটিকে আরোহণকারীদের জন্য মারাত্মক চ্যালেঞ্জিং করে তোলে। এভারেস্ট ও লোৎসে জয়ের অভিজ্ঞতা নিয়েও বাবর আলী এই অভিযানে সফল হওয়াকে কঠিন বলে মনে করছেন।

২৪ মার্চ নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাবর আলী। কাঠমান্ডু থেকে পোখারা হয়ে তাতোপানিতে পৌঁছাবেন তিনি। চারদিনের ট্রেক শেষে অন্নপূর্ণা নর্থ বেস ক্যাম্পে পৌঁছে শুরু হবে মূল অভিযান। প্রায় চল্লিশ দিনের এই অভিযানে আবহাওয়া অনুকূলে থাকলে এপ্রিলের তৃতীয় বা শেষ সপ্তাহে চূড়ায় আরোহন সম্ভব হতে পারে বলে জানিয়েছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভার্টিক্যাল ড্রিমার্সের উপদেষ্টা শিহাব উদ্দীন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নিটওয়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল। বাবরের এই অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে পাশে রয়েছে ফ্লাইট এক্সপার্ট, এভারেস্ট ফার্মাসিউটিক্যাল এবং দেশের অন্যান্য পর্বতারোহী মহল।

বাবর আলীর পর্বতারোহণের যাত্রা শুরু হয় ২০১৪ সালে। ট্রেকিংয়ের হাতেখড়ি হয়েছিল ২০১০ সালে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে। ভারতের উত্তরকাশীর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন তিনি। ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম চূড়া আমা দাবলাম জয় করেন। ২০২৪ সালে একই অভিযানে মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লোৎসে জয় করে তিনি ইতিহাস গড়েন।

বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে বাবর আলীর এই নতুন অধ্যায় বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা। অন্নপূর্ণা-১ অভিযানে তার জন্য রইল শুভকামনা।