নগরীর খরবোনা এলাকায় রমরমা মাদক বাণিজ্য


editor প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ /
নগরীর খরবোনা এলাকায় রমরমা মাদক বাণিজ্য

স্টাফ রিপোর্টার: রাজশাহী বোয়ালিয়া মডেল থানার অন্তর্গত খরবোনা এলাকায় চলছে রমরমা মাদক বাণিজ্য। নগরীর ২৩ ও ২৪ নং ওয়ার্ডের খরবোনা, পঞ্চবটিসহ আশেপাশের এলাকাগুলো দীর্ঘদিন থেকে অবৈধ মাদক বাণিজ্যের আস্তানা হিসেবে পরিচিত। বিভিন্ন সময় প্রশাসনের আইওয়াশ অভিযান হলেও পুরোপুরিভাবে নির্মুল করা সম্ভব হয়নি এই এলাকার মাদক বাণিজ্য। দু’একজন ধরা পরলেও জামিনে বের হয়ে এসে আবারও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে পরে।

এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মধ্যে শেফালী ও তার স্বামী আলী, আলিফ ও তার স্ত্রী সাকি অন্যতম। এদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা আছে। সম্প্রতি সময়ে আলিফ মাদক মামলায় জামিনে বের হয়ে এলাকায় আবারও মাদক ব্যবসা শুরু করেছে বলে জানায় এলাকাবাসী।

এলাকাবাসীর দেয়া তথ্যমতে বোয়ালিয়া থানার বোসপাড়া পুলিশ ফাঁড়ি এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দেখেও না দেখার মতো ভূমিকা পালন করে। নাম প্রকাশে অনিচ্ছুক খরবোনা এলাকার এক বাসিন্দা জানান “বোসপাড়া পুলিশ ফাঁড়ি খরবোনা এলাকার কাছেই তারপরও চিহ্নিত মাদক ব্যাবসায়ীদের আটক করেনা, এখানে দিনের বেলায় প্রকাশ্যে মাদক বেচা-কেনা হয় পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে একটু শক্ত অবস্থান হলে এসকল মাদক ব্যবসায়ীদের নির্মুল করা সম্ভব”।

এবিষয়ে বোয়ালিয়া থানার বোসপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন “মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপোষ নাই আমরা তথ্য পেলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।” তিনি আরও বলেন “মাদক ব্যবসায়ীদের সাথে আমি বা আমার ফাঁড়ির কোন পুলিশ জড়িত থাকলে আমি আগে সেই পুলিশের বিষয় কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবো।”