ফল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার


editor প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ /
ফল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

অনলাইন ডেস্ক : পবিত্র রমজানে ফলের মূল্য জনগণের ক্রয় সীমার মধ্যে রাখতে তাজা ফল আমদানিতে শুল্ক-কর ১৫ শতাংশ কমিয়েছে সরকার। তাজা ফল আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক ৩০ শতাংশ হতে কমিয়ে ২৫ শতাংশ এবং ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দিয়ে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার ১০ শতাংশ হতে কমিয়ে ৫ শতাংশ করা হয়।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআর জানায়, অন্তর্বর্তী সরকার গত কয়েক মাসে ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর ও কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় দিয়েছে।

কর ছাড়সহ সরকারের নানা সময়োপযোগী পদক্ষেপের কারণে এ বছর পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।-সমকাল