মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্রে বিভ্রান্তি মূলক সংবাদ প্রচারের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করেন শিক্ষকরা। মানবন্ধন কর্মসূচীতে দেড় শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের সংগঠনের সভাপতি এবিএম আলাউদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন আমতলী উপজেলা যুবদলের আহবায়ক ও পৌর বিএনপির আহবায়ক মো. কবির উদ্দিন ফকির, শিক্ষক মাওলানা মো. আলামিন ও শিক্ষক মো. নাজমুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আমরা অনেক শিক্ষক যারা ২৫-৩০ বছর ধরে বিনা বেতনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদসায় শিক্ষকতা করে আসছি। সম্প্রতি সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলোকে এমপিওভুক্ত ঘোষনার পর আমরা যখন কাজ শুরু করেছি তখন এক শ্রেণির কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে কিছু বিপদগামী গনমাধ্যম কর্মী বিভ্রান্তি মূলক অসত্য সংবাদ প্রচার করে আমাদের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আপনার মতামত লিখুন :