বাগমারায় বাজার মনিটরিংয়ে ইউএনও: ব্যবসায়ীর জরিমানা


editor প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ /
বাগমারায় বাজার মনিটরিংয়ে ইউএনও: ব্যবসায়ীর জরিমানা

হেলাল উদ্দীন, বাগমারা : পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাদেশের ন্যায় বাগমারায় কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্য আদায় করছেন ক্রেতাদের কাছ থেকে। এমন অভিযোগে উপজেলার ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন এলাকা মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। বুধবার বিকেল ৩ টায় ভবানীগঞ্জ কাঁচা বাজার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ভবানীগঞ্জ কলেজ মোড়ের আব্দুর রাজ্জাক নামের এক ব্যবসায়ীর ৫০০ টাকা জরিমনা আদায় করা হয়। কোন ব্যবসায়ী যেন পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা আদায় না করে সেই লক্ষ্যে তাদেরকে সতর্ক করা হয়। বিশেষ করে রমজানে কিছু ব্যবসায়ী অবৈধ ভাবে নিত্যপণ্যের মজুদ করে বাজারে সংকট সৃষ্টি করে। কেউ যেন পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করে সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। সেই সাথে রাস্তায় যেন কোন দোকানপাট বসানো না হয় সে বিষয়েও ব্যবসায়ীদের সচেতন করেন। রাস্তায় দোকানপাট বসানোর কারণে যানজটের সৃষ্টি হয়ে থাকে। পাশাপাশি ভবানীগঞ্জের প্রাণকেন্দ্র জিরো পয়েন্টকে দ্রুত সময়ের মধ্যে ফাঁকা করারও কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাজার মনিটরিং শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা মোতাবেক ব্যবসা পরিচালনা না করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।