আইনশৃঙ্খলার অবনতি নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে নীলফামারী কলেজ শাখা ছাত্রদলের মানববন্ধন


editor প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৫, ১০:৪১ অপরাহ্ণ /
আইনশৃঙ্খলার অবনতি নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে নীলফামারী কলেজ শাখা ছাত্রদলের মানববন্ধন

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সারাদেশে চলমান সহিংসতা,নিপীড়ন,ছিনতাই,খুন,রাহাজানি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নির্যাতন ধর্ষণের প্রতিবাদে নীলফামারী সরকারি কলেজে ছাত্র দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ই মার্চ) দুপুরে নীলফামারী সরকারী কলেজে ছাত্রদলের উদ্যোগে এই কর্মসুচি পালন করা হয়।কলের শাখার ছাত্রদলের সদস্য সচিব পাইলুজ্জামান রফির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম নিশান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জীবন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল ও সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ এবং ছাত্রদল কলেজ শাখার যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ সৈকত ও রইসুল ইসলাম রানা।

ছাত্রদলের নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশব্যাপী ধর্ষণের প্রতিযোগিতা চলতেছে। প্রত্যেকদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ৮ থেকে ১০ টি ধর্ষণের খবর আসতেছে। পত্রিকার পাতা উল্টালে মনে হয় দেশে ধর্ষণের মহোৎসব চলছে। যেভাবে প্রতিনিয়ত নারী শিশু ধর্ষণ হচ্ছে সেভাবে দেশে বিচার হচ্ছে না। যদি বিচার করতে সরকার অপারগতা প্রকাশ করে তাহলে তাদেরকে পদত্যাগ করা ভালো,তা নাহলে জনগণ ক্ষমা করবে না।সম্প্রতি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে বলেন, দেশ আজ কারো জন্য নিরাপদ নয়, প্রত্যেকদিন দেশে যেভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, নারী নির্যাতন বেড়ে চলেছে এর জন্য ছাত্ররা জীবন দিয়ে আপনাদের ক্ষমতায় বসায়নি।যদি দেশে আইন-শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় নিয়ে এসে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে না পারেন তাহলে পদত্যাগ করে চলে যান। স্বাধীন বাংলাদেশে কোনও নারী, কোনও মা, কোনও বোন যেন আর ধর্ষণের শিকার না হয় সেজন্য দৃশ্যমান বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে।তারা আরো বলেন বলেন, দেশব্যাপী নারীদের উপর নিপীড়ন, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে আমরা আজ এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি। আছিয়ার মত বোনেরা কেন ধর্ষণের শিকার হবে? তাদের বিচার হতে এত বিলম্ব হবে কেন?