স্টাফ রিপোটার : কারফিউ শিথিলের সময় বাড়ানোর ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন, সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজশাহীতে জীবনযাত্রা ছিল স্বাভাবিক। রোববার (২৮ জুলাই) দশ ঘণ্টা ছিল কারফিউ শিথিল। শিথিল শেষে কারফিউতে আবারও কড়াকড়ি শুরু হয়।
এদিকে সোমবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
রোববার সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা-২ এর অনুসরণে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জারীকৃত সান্ধ্য আইন (কারফিউ) ২৯ জুলাই সোমবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। তবে রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্য আইন (কারফিউ) অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জামিরুল ইসলাম জানান, দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউয়ের সময়সীমা শিথিল করছে সরকার। স্বল্প পরিসরে চলছে রাজশাহী-ঢাকাসহ বিভিন্ন রুটের যান চলাচল করছে। তবে, বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
আপনার মতামত লিখুন :