রাজশাহী নিউ গভ.ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ যোবদুলের মৃত্যুতে এমপি বাদশার শোক


editor প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ /
রাজশাহী নিউ গভ.ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ যোবদুলের মৃত্যুতে এমপি বাদশার শোক

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী নিউ গভ.মেন্ট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. যোবদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী-২ (সদর) এর মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা।
মঙ্গলবার (১৬ এপ্রিল) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন সংসদ সদস্য।
শোক বার্তায় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, প্রফেসর মো. যোবদুল হক রাজশাহী নিউ গভ.মেন্ট ডিগ্রি কলেজে ১৯৯৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তিনি আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মরহুমের জানাযার নামাজ বাদ আসর উপশহর নূর মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলায় তার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।