রাজশাহীতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার


editor প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৪, ১০:২৬ অপরাহ্ণ /
রাজশাহীতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর মাস্টারপাড়া এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলো- জামিল হোসেন (৩০) ও রাসেল আলী (২৬)। জামিল রাজশাহী নগরীর বেলপুকুর থানার জোতভাগিরতপুর এলাকার জামাল উদ্দীনের ছেলে ও রাসেল একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (১৫ জুলাই) রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরীর বোয়ালিয়া থানার মাস্টারপাড়া এলাকায় দুই জন ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে জামিল ও রাসেলকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।