প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের দিনব্যাপী কর্মশালা


editor প্রকাশের সময় : জুন ২৬, ২০২৪, ১১:২১ অপরাহ্ণ /
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের দিনব্যাপী কর্মশালা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উদ্যোগে বিভাগীয় পর্যায়ে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যে বুধবার সকালে ৯টায় রাজশাহী কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এই কর্মশালাটি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতী উদ্যোগের ফলে শিক্ষাসহ সকলক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে শিক্ষা সহায়তা ট্রাস্ট অন্যতম। আর এ ট্রাস্টের উপবৃত্তি পেয়েই এ দেশের হাজার হাজার দরিদ্র শিক্ষার্থীর শিক্ষাগ্রহণের দ্বার উন্মোচিত হচ্ছে। এক্ষেত্রে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরাও এই উপবৃত্তির টাকা পাচ্ছে।
কর্মশালায় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক ফরহাদ সিদ্দিক’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহিনুল হাসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।
এছাড়াও দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সেলিম আবদুল্লাহ আল মাহমুদ, নওহাটা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলীসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।