সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বদশা বলেন, সুস্থ দেহ, সুন্দর মন-এটা আমরা সবাই চাই। শুধু চাইলেই হবে না, এজন্য আমাদের নিয়মিত শরীর চর্চা করতে হবে। যোগচর্চা আমাদের শরীর ও মন উভয়কেই উৎফুল্ল রাখে। এসময় যোগ ব্যায়ামের গুরুত্ব এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এর প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন তিনি।
শুক্রবার (২১ মে) সকাল সাড়ে ৬ টায় ১০ম আন্তর্জাতিক যোগ দিবসে রাজশাহীস্থ সহকারি ভারতীয় হাই কমিশনের উদ্যোগে যোগচর্চা প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য। রাজশাহী বিশ^বিদ্যালয় জিমনেসিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিলো রাজশাহী বিশ^বিদ্যালয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাই কমিশনার মনোজ কুমার বক্তব্য রাখেন।
এসময় রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, বিভিন্ন অনুষদের অধিকর্তা, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :