
 
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী আজ ৫২ বছরে পদার্পণ করলেন। তবে এবারের জন্মদিনও স্বামী-নায়ক ওমর সানীর সান্নিধ্য ছাড়া কাটাচ্ছেন তিনি। ২০২৩ সাল থেকে মা, মেয়ে ও বোনকে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই তারকা।
মাঝে দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত আর ফেরা হয়নি তাঁর। প্রিয় তারকা দেশে না থাকলেও, ফেসবুকে ভালোবাসায় ভরা বার্তা দিয়েছেন ওমর সানী। তিনি লিখেছেন- “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে- এটাই বাস্তব।”
গত বছর জন্মদিনেও একই অভাবের কথা জানান মৌসুমী। তিনি বলেছিলেন, “দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন। কাছের মানুষরা কেক-ফুল নিয়ে বাসায় আসতেন।বিদেশে বসে দেশের জন্মদিন খুব মিস করি।”
১৯৭৩ সালের এই দিনে জন্ম নেন মৌসুমী। মাত্র ২০ বছর বয়সেই ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তাঁর, যেখানে নায়ক ছিলেন অমর নায়ক সালমান শাহ। প্রথম সিনেমাতেই বাজিমাত করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি।
পরবর্তীতে ওমর সানীর সঙ্গে জুটি বেঁধে একের পর এক আলোচিত ছবিতে অভিনয় করেন। ‘দোলা’ দিয়ে শুরু, এরপর ‘আত্ম-অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘ঘাত প্রতিঘাত’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’- দর্শকপ্রিয় অসংখ্য ছবিতে তাঁরা ছিলেন সফল জুটি।
শুটিং থেকেই শুরু হওয়া প্রেম গোপনেই বিয়েতে গড়ায়। পরে আয়োজন করে ঘটা করে বিয়ে করেন এই তারকা দম্পতি। মৌসুমী-সানী দম্পতির সংসারে আছে দুই সন্তান- ফারদীন ও ফাইজা।
বাংলা সিনেমার অবিস্মরণীয় এক নায়িকার জন্মদিনের এ দিনে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে উঠেছে সামাজিক মাধ্যম। দেশ থেকে দূরে হলেও, আগলে রাখা ভালোবাসা তাঁর প্রাপ্তিকে আরও সমৃদ্ধ করেছে- এটাই বাস্তব।
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :