ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২


admin প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ /
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২


Dengue

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬২ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রামে ১০৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৬১ জন, দক্ষিণ সিটিতে ১৭৫ জন, খুলনা বিভাগে ১৫৪ জন, ময়মনসিংহে ৮৭ জন, রাজশাহীতে ৯৮ জন এবং সিলেট বিভাগে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া গত একদিনে সারা দেশে ৯৫১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর এ পর্যন্ত ৬৮ হাজার ৪১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৭১ হাজার ৬৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে এ বছর প্রাণ হারিয়েছেন ২৮৩ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন আর মৌসুমি নয়, সারা বছরই হচ্ছে। বিশেষ করে বৃষ্টি শুরু হলে এর প্রকোপ বেড়ে যায়। মশা নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।”

উল্লেখ্য, গত ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়— সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত ও ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।