ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪১ জন


admin প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ /
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪১ জন


Dengue

ফাইল ছবি

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪১ জন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে ২৭৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭ হাজার ৪৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় যেসব হাসপাতালে মৃত্যু হয়েছে তাদের মধ্যে রয়েছেন—ঢাকা মেডিক্যাল কলেজে একজন, মুগদা মেডিক্যাল কলেজে একজন, ল্যাবএইড হাসপাতালে একজন এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন। মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ, যাদের বয়স ৭ থেকে ৬৩ বছর।

এ সময় নতুন ভর্তি হওয়া ১ হাজার ৪১ জন রোগীর মধ্যে ৩৭০ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়, আর বাকি ৬৭১ জন দেশের অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো—ঢাকা বিভাগে ২০৬ জন, চট্টগ্রামে ১২০ জন, বরিশালে ১৭৪ জন, ময়মনসিংহে ৪৯ জন, খুলনায় ৫৯ জন, রাজশাহীতে ৪৫ জন, রংপুরে ১৯ জন এবং সিলেটে ৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যদিও রাজধানীতেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। যদিও সাম্প্রতিক সময়ে ঢাকার বাইরের জেলাগুলোতেও সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে।