
 
বলিউডে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজের দাবিতে প্রস্তাব তুলে আলোচনায় আসেন দীপিকা পাড়ুকোন। তবে এ দাবির কারণে টানা দুই সিনেমা থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। দীপিকার এ অবস্থানের সঙ্গে কাজল, রানি, কঙ্গনাসহ শীর্ষ কয়েকজন তারকা একমত হলেও রাশমিকা মান্দানা প্রথম থেকেই বিরোধিতা করে আসছেন। জুলাই মাসে এ প্রসঙ্গে দীপিকাকে খোঁচাও দেন তিনি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘থাম্মা’ ছবিতে ১২ ঘণ্টারও বেশি সময় কাজ করেছেন রাশমিকা। এই প্রসঙ্গেই ছবির পরিচালক আদিত্য সরপোতদার জানান, বলিউডে কাজের সঠিক সময়সীমা নির্ধারণ জরুরি। তাঁর মতে, ১২ ঘণ্টার শিফটই বাস্তবসম্মত, এর বেশি চাপানো উচিত নয়।
দীপিকার ৮ ঘণ্টা দাবির বিষয়ে আদিত্য বলেন, একজন অভিনেতার লুক ধরে রাখতে বাড়তি যত্নের প্রয়োজন হয়; তাই তাঁর উদ্বেগ বোঝা জরুরি। তিনি আরও জানান, অভিনেতাদের স্বস্তি ও সুস্থতা রক্ষা করা পরিচালকের দায়িত্ব।
তবে রাশমিকার প্রসঙ্গে তিনি বলেন, তিনি হয়তো ক্যারিয়ারের এমন পর্যায়ে আছেন যেখানে দীর্ঘ সময় কাজ সামলে নিতে পারেন। কিন্তু সেটিই সকলের জন্য বাধ্যতামূলক হওয়া উচিত নয়। সঠিক বোঝাপড়াই ভালো কাজের চাবিকাঠি- মন্তব্য পরিচালকের।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :