
 
বলিউড বাদশাহ শাহরুখ খান ও পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি ‘কিং’ -এর শিরোনাম উন্মোচনের সঙ্গে সঙ্গেই যেন কাঁপিয়ে দিয়েছে ইন্টারনেট। শাহরুখ ভক্তরা মেতে উঠেছেন তাঁদের প্রিয় তারকার নতুন, ভয়ংকর এই রূপ নিয়ে। তাঁদের দাবি—‘২ হাজার কোটি রুপি লোডিং’।
আজ ২ নভেম্বর, শাহরুখ খানের ৬০তম জন্মদিনে বিশ্বজুড়ে তাঁর কোটি ভক্তের জন্য এটি যেন এক বিশেষ উপহার হয়ে এসেছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই দিনই প্রকাশ করেন ‘কিং’-এর টাইটেল টিজার- রক্ত, প্রতিশোধ ও অ্যাকশনে ভরপুর এক জগতে শাহরুখকে এক সম্পূর্ণ নতুন অবতারে দেখানো হয়েছে সেখানে। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে, আর কয়েক ঘণ্টার মধ্যেই ‘ইন্টারনেট ক্র্যাশ’ করার মতো পরিস্থিতি তৈরি হয়।
ভক্তদের কেউ কেউ একে ‘পাঠান’-এর পর বলিউডের দ্বিতীয় সর্বকালের ব্লকবাস্টার হিসেবে আখ্যা দিয়েছেন। অনেকের বিশ্বাস, ‘কিং’ সহজেই হাজার কোটি রুপির গণ্ডি পার করবে, এমনকি দুই হাজার কোটি ছুঁয়ে যাবে বিশ্বব্যাপী- যা একে ভারতের ইতিহাসে সর্ববৃহৎ চলচ্চিত্রে পরিণত করবে।
একজন ভক্ত লিখেছেন, “এর চেয়ে ভালো জন্মদিনের উপহার আর হতে পারে না। শাহরুখ প্রতিবারই আমাদের চমকে দেন। এবার তিনি নিজেই রাজা, IN AND AS KING!”
আরেকজন মন্তব্য করেন, “৬০ বছর বয়সেও শাহরুখ থেমে যাননি; বরং তিনি প্রমাণ করছেন সময়কে জয় করার নামই আসল তারকা।”
আরও একজন মজার ছলে লিখেছেন, “মানুষ জন্মদিনে মোমবাতি নিভায়, শাহরুখ খান পুরো ইন্টারনেটটাই উড়িয়ে দেন- ক্লাসিক কিং বিহেভিয়ার!”
২০২৩ সালের সুপারহিট ‘পাঠান’-এর পর ‘কিং’ ছবিটি সিদ্ধার্থ আনন্দ ও শাহরুখ খানের দ্বিতীয় যৌথ প্রকল্প। সেই ছবিটি ছিল যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সর্বাধিক আয় করা চলচ্চিত্র।
অ্যাকশন ঘরানার ছবিতে সিদ্ধার্থ আনন্দের খ্যাতি এখন আকাশচুম্বী। তাঁর পরিচালিত সফল চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘ব্যাং ব্যাং’ (২০১৪), ‘ওয়ার’ (২০১৯) এবং ‘পাঠান’ (২০২৩)।
‘পাঠান’-এর মাধ্যমে শাহরুখ খান নিজেকে পুরোপুরি একজন অ্যাকশন হিরো হিসেবে পুনর্গঠিত করেছেন। আর ‘কিং’-এর মাধ্যমে সেই অবস্থান আরও এক ধাপ উপরে ওঠার প্রত্যাশা তৈরি হয়েছে।
চলচ্চিত্রটিতে শাহরুখ খানের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মেয়ে সুহানা খান, রানি মুখার্জি ও অভিষেক বচ্চনকে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :