
 
বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের আজ ৬০তম জন্মদিন। দিল্লির মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে তিন দশকের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে রাজত্ব করে চলেছেন তিনি।
ছোট পর্দায় ‘ফৌজি’ ও ‘সার্কাস’ ধারাবাহিকে অভিনয়ের পর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর ‘বাজিগর’, ‘ডর’, ‘আনজাম’ থেকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’- প্রতিটি সিনেমাই তাঁকে এনে দেয় নতুন উচ্চতা ও উপাধি- কিং অব রোমান্স।
ক্যারিয়ারের উত্থান-পতনের মাঝেই ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যে আবারও প্রমাণ করেছেন তিনিই প্রকৃত বাদশা। ‘জওয়ান’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও বিজ্ঞাপনে কাজ করে বলিউডের সবচেয়ে ধনী তারকায় পরিণত হয়েছেন শাহরুখ। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-২০২৫ অনুসারে তাঁর সম্পদ ১২ হাজার ৪৯০ কোটি রুপি।
পরিবারজুড়েই শাহরুখের সাফল্যের কাহিনি। স্ত্রী গৌরী, সন্তান আরিয়ান, সুহানা ও আব্রাম- তাঁর জীবনের শক্তির উৎস। সুহানা ইতোমধ্যে সিনেমায় পা রেখেছেন, আরিয়ান ক্যামেরার পেছনে কাজ করছেন।
ঐশ্বর্য, পরিশ্রম ও স্বপ্ন দিয়ে গড়া শাহরুখের জীবন আজ কোটি মানুষের প্রেরণা। জন্মদিনে তাঁর ভক্তদের সমাগম হচ্ছে মুম্বাইয়ের ‘মান্নাত’-এর সামনে।
শুভ জন্মদিন, শাহরুখ খান- আবেগ, ভালোবাসা আর তারকারও তারা!
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :