স্টাফ রিপোর্টার : যৌন হয়রানি অভিযোগ ও চেম্বারে ছাত্রীর সঙ্গে অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক মোহাম্মদ হেদায়েত উল্লাহর স্থায়ী বহিষ্কার দাবি করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হেদায়েত উল্লাহ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক।
বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে থেকে এ দাবিতে বিক্ষোভ মিছিল করেন ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীরা।
মিছিলে শিক্ষার্থীরা ‘হেদায়েত উল্লাহ ধিক্কার, চাইছি তোমার বহিষ্কার’, ‘পাপুলের (হেদায়েত উল্লাহ) চামড়া, তুলে নেব আমরা’, ‘এক দফা এক দাবি, পাপুল তুই কবে যাবি’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এ রকম শিক্ষককে আমরা শিক্ষক হিসেবে পরিচয় দিতে চাই না। উনি আমাদের বিভাগের মানসম্মান সব নষ্ট করেছে। তার ক্লাসও আমরা করতে চাই না। তাকে বিভাগ থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছি। একইসঙ্গে অনৈতিক কাজে জড়িতে সেই ছাত্রীকেও বিভাগ থেকে বহিষ্কারের দাবি জানান তারা।
এ বিষয়ে ফাইন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক শিবলী সাদিক বলেন, “আমরা এ ব্যাপারে অবগত আছি। আমরা শীঘ্রই এ নিয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত নেব। আমরা শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে পর্যালোচনা করে যৌথভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের একটু সময় লাগবে।”
রবিবার (১১ মে) সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষ থেকে ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেন শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
আপনার মতামত লিখুন :