আমতলীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত 


editor প্রকাশের সময় : মে ১৫, ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ /
আমতলীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন এর সাথে আমতলীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সকল সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১ টায় আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাঞ্জুরুল হক কাওসারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, হায়াতুজ্জামান মিরাজ, জিয়া উদ্দিন সিদ্দিকী, এম. সাঈদ খোকন, সুমন রশিদ, সজিব আহম্মেদ প্রমুখ।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন আমতলীতে দায়িত্ব পালনকালিন সকল সাংবাদিকদের সহযোগীতা চেয়ে ন্যায় ও সততার সঙ্গে ভালো কাজ করার অঙ্গীকার করেন।