স্টাফ রিপোর্টার : ব্যবসা ও কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ইরানের সহযোগিতা চান রাজশাহীর ব্যবসায়ীরা। এ লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশির সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী চেম্বার অব কমার্সের নেতারা।
বুধবার রাতে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু।
ব্যবসায়ীরা ইরানি রাষ্ট্রদূতকে জানান, রাজশাহীর আম, আলু, পান ও মৎস্য খাতে প্রচুর উৎপাদন হলেও আধুনিক সংরক্ষণ ব্যবস্থার অভাবে তা বিপণনে সমস্যা দেখা দেয়। এ সমস্যা সমাধানে ইরানের প্রযুক্তিগত ও বিনিয়োগ সহযোগিতা চান তারা।
এ সময় ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি রাজশাহীর ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় রাষ্ট্রদূতের সহধর্মিণী জাহরা চাভুশি, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, পরিচালক রুহুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :