স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় সাদেক হোসেন (৫০) নামের এক গরু-ছাগলের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয় বাড়ির পাশের আমবাগানে। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে আরিফপুর গ্রামে একটি আমবাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাদেক ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং পেটে ছুরিকাঘাতে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। হত্যাকাণ্ডের পর সাদেকের সৎ ভাই কামাল হোসেন পলাতক রয়েছেন, তার মোবাইলও বন্ধ। প্রাথমিকভাবে তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য কামালের স্ত্রী, ছেলে এবং সাদেকের এক বোনকে থানায় নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সাদেক ও কামাল দুজনই মাদকাসক্ত ছিলেন। কয়েকদিন আগে মাতাল অবস্থায় সাদেক তার সৎ ভাইকে গালিগালাজ করেছিলেন বলে জানা গেছে, যার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :