বেনাপোলে  নুর মোহাম্মদের ফেনসিডিল মামলায় তিন বছরের কারাদণ্ড


editor প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ১১:৩৪ অপরাহ্ণ /
বেনাপোলে  নুর মোহাম্মদের ফেনসিডিল মামলায় তিন বছরের কারাদণ্ড

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের মাদককারবারি নুর মোহাম্মদকে ফেনসিডিল চোরাচালান মামলায়  তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান। নুর মোহাম্মদ যশোরের শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। মামলার অপর আসামি একই গ্রামের বকুল হোসেনকে আদালত খালাস দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১৯ অক্টোবর কোতোয়ালি থানা পুলিশের কাছে খবর আসে—বেনাপোল থেকে একটি বাসে করে চোরাকারবারিরা ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছে। সংবাদ পেয়ে বিকেল ৪টার পর যশোর সদর উপজেলার যশোর-বেনাপোল সড়কের তেঘরিয়া মোড়ে অবস্থান নেয় পুলিশ। পরে একটি বিআরটিসি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় নুর মোহাম্মদকে দেখে সন্দেহ হয় পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ব্যাগ থেকে ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় বকুল হোসেন পালিয়ে যান।

এ ঘটনায় কোতোয়ালি থানার ইন্সপেক্টর হারেজ সিকদার বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে এসআই তাসলিমা অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন, যাতে নুর মোহাম্মদ ও বকুল হোসেনকে অভিযুক্ত করা হয়।

মঙ্গলবার রায় ঘোষণার দিন বিচারক নুর মোহাম্মদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং বকুল হোসেনকে খালাস প্রদান করেন।