নগরীতে বাড়িতে ঢুকে নারীর ওপর হামলা: থানায় অভিযোগ দেওয়ায় প্রাণনাশের হুমকি


editor প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ /
নগরীতে বাড়িতে ঢুকে নারীর ওপর হামলা: থানায় অভিযোগ দেওয়ায় প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন তেরোখাদিয়া ডাবতালা এলাকায় এক নারীর বাসায় ঢুকে হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। লুটপাটের উদ্দেশ্যে সংঘটিত এই হামলায় ভুক্তভোগী নারীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনার পর থানায় অভিযোগ করায় পরিবারটি এখন প্রাণনাশের হুমকির মুখে রয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ মে) নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্য পাঠ করেন আহত নারী ঝর্ণা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন ঝর্ণা খাতুনের স্বামী সাইদুল ইসলাম ও মো. জনি।

তিনি জানান, গত শনিবার (১০ মে) রাতে একটি কিশোর গ্যাংয়ের কয়েকজন যুবক লুটের উদ্দেশ্যে তাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর নাকের পাশে গুরুতর জখম করে, যেখানে চারটি সেলাই দিতে হয়। দুর্বৃত্তরা ঘরের স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় এবং ব্যাপক ভাঙচুর চালায়।

ঝর্ণা খাতুন আরও বলেন, হামলাকারীদের কাছে অস্ত্র থাকায় প্রতিবেশীরা ভয়ে এগিয়ে আসেনি। তার স্বামী সাইফুল ইসলাম বাড়িতে ফিরতে চাইলে দুর্বৃত্তরা বাধা দেয়। পরে অন্যদের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল থেকে ফেরার পথে তার ছেলে বিজয় ও ছোট ভাই সামসের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। তাদেরও হাসপাতালে ভর্তি করতে হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং অভিযোগ না তুললে পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। ফলে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। হামলাকারীরা নিয়মিত তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে এবং নজরদারি করছে বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে ঝর্ণা খাতুন র‍্যাবের প্রতি আহবান জানান আসামীদের গ্রেপ্তারের জন্য।