ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা


editor প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ /
ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৬ মে এক দিনের সফরে রাজশাহী আসবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি এদিন দুপুরে ১২:৩০টায় রাজশাহী এসে পৌঁছাবেন। এরপর বিকাল ৩:০০টায় রাজশাহী কলেজের সামনে থেকে ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠাতব্য র‌্যালিতে অংশগ্রহণ করবেন। এরপর উপদেষ্টা রাজশাহী কলেজ মিলনায়তনে প্রতিপাদ্য বিষয়ে ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূতি উদ্যাপন কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

আলোচনা সভা শেষে তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন এবং ঈশ্বরদী নয়া কৃষি কেন্দ্রে রাত্রি যাপন করবেন। পরদিন সকালে ঈশ্বরদী নয়া কৃষি কেন্দ্র হতে সিরাজগঞ্জ-টাঙ্গাইল-গাজীপুর রুটে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।-খবর বিজ্ঞপ্তি